Friday, 28 August 2015

র‍্যাম ক্লিন করুন নোটপ্যাড ব্যবহার করে ! RAM Cleaner

র‍্যাম ( ইংরেজি RAM) এর পুরো নাম Random Access Memory ( র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি )। এক ধরনের কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম। র‌্যাম থেকে যে কোন ক্রমে ডেটা "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র‍্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারন এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না।
এটিও পড়ুন -গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে - ছবি সহ
র‍্যাম ক্লিন করার জন্য আমার অনেকে, অনেক রকম সফটওয়্যার ব্যবহার করি। অনেক ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পরতে হয়। তাই আপনার ঝামেলা এড়ানোর জন্য আজ আমি ছোট্ট একটি টিপস শেয়ার করছি, আপনার কম্পিউটারে থাকা নোটপ্যাডের মাধ্যমেও র‌্যাম ক্লিনের কাজটি করতে পারেন। [ ফ্রী বাংলা ডিকশনারি আপনার কম্পিউটারের জন্য - All In One ]

র‍্যাম ক্লিন করার পদ্ধতিঃ
প্রোগ্রাম থেকে নোটপ্যাড ওপেন নিচের কডটি কপি করে পেস্ট করুন কিংবা লিখুন...
    FreeMem=Space(102400000)                   যদি  1 GB RAM হয়।
    FreeMem=Space(51200000)                     যদি 512 MB RAM হয়।
    FreeMem=Space(204800000)                   যদি 2GB RAM হয়।

নোট- আপনার র‌্যামের সাইজ অনুযায়ী সংখ্যাটি বসাতে হবে।
   এরপর ডেস্কটপে Ramboost.vbs নামে সেভ করুন।
এখন Ramboost.vbs এ ডাবল ক্লিক করলেই র‍্যাম ক্লিন হয়ে যাবে।
যদি আপনার RAM ক্লিন থাকে তাহলে আপনি বুঝতেই পারবেন না কাজ হলো কি হলো না। তবে এটি কিন্তু ঠিকই কাজ করবে। কোন সমস্যা হলে কমেন্ট করুন। সরাসরি ফেসবুকে যোগাযোগ করতে চাইলে ফ্যান পেজে লাইক দিন।

Microsoft Excel এর ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব ৩২ – Data Repeat ও টেক্সট থেকে নির্দিষ্ট অংশ Extract করুন

এই Link a click করুন http://ipagol.com/personal-computer/free-microsoft-excel-tips/ipagol-postid/2845/

আপনি কি জানেন আপনার কম্পিউটারে কি কি যন্ত্রাংশ আছে – না জানলে জেনে নিন

এই পোস্টটি নতুন ইউজারদের জন্য। অনেক সময় কম্পিউটার কেনার পর আমাদের কম্পিউটারের কনফিগারেশন চেক করার দরকার পড়ে। যেমন হয়ত আপনি একটি গেম খেলতে চাচ্ছেন কিন্তু সেই গেম চলার জন্য যে যে হার্ডওয়্যার দরকার সেগুলো আপনার পিসিতে আছে কিনা সেটা চেক করার দরকার হতে পারে, আবার দোকান থেকে আপনি যে জিনিস চেয়েছেন সেই জিনিসটি দিয়েছে কিনা সেটা শিউর হওয়ার দরকার হতে পারে, এছাড়াও আরো নানাবিধ কারণে কম্পিউটারের কনফিগারেশন জানার দরকার হয়।
একটি সত্যি ঘটনা, এখন থেকে আরো ৬-৭ বছর আগে আমার এক ছোট ভাই কম্পিউটার কেনার পর বাসায় এনেছে ও আমাকে তার কম্পিউটার দেখার জন্য নিয়ে গেছে। আমি সবকিছু দেখলাম ঠিকঠাক আছে। তারপর সে আমাকে তার Cash memo দেখালো সেটাও ঠিক আছে কিন্তু একজায়গায় আমার একটু সন্দেহ হল দেখলাম দোকান থেকে Sound Card এর টাকা রাখছে। সেই সময় যদিও অনেকে Extra sound card কিনতো, তারপরও আমার সন্দেহ হওয়াতে চেক করে দেখি Sound Card, Motherboard এর সাথে Built-in আর তারা সেটার জন্যও টাকা রাখছে। চিন্তা করুন কত বড় বাটপার। তারপর আরো চেক করি দেখি AGP কার্ডও দেয় নেই, কিন্তু Motherboard এর সাথে বিল্ট-ইন AGP card এর জন্যও Extra টাকা রাখছে। পরে অবশ্য দোকানে যেয়ে অনেক ঝামেলা করা হয়েছিল। যাই হোক সেসব কথায় না যাই এবং আমি শিউর আপনারাও এরকম আরো অনেক ঘটনার কথা জানেন।
চলুন দেখে নিই কিভাবে কম্পিউটারের যন্ত্রাংশ গুলো ঠিক আছে কিনা কিভাবে চেক করবেন:
প্রথমেই আমরা দেখবো কিভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে এটি চেক করতে পারেন:
এখান থেকে System Information Viewer software টি ডাউনলোড করুন। তারপর শুধুমাত্র Unzip বা Extract করে নিন। তারপর এই ফাইলটি SIV32X.exe রান করুন। সাধারনত আমরা সবাই ৩২বিট এর উইন্ডোজ চালাই তাই এটা রান করলেই হবে। আর যারা ৬৪বিট এর উইন্ডোজ ব্যবহার করেন তারা SIV64X.exe এটি রান করবেন। আর যারা জানেন না কিভাবে ৩২বিট ও ৬৪বিট এর উইন্ডোজ চেনা যায় তাদের জন্য প্রথমেই Window 7 এর জন্য Desktop এর My computer এর উপর Right Click করে Properties এ যান, দেখুন একদম মাঝেই দেখা যাচ্ছে কত বিটের উইন্ডোজ।
আর XP এর জন্য Start menu > Run এ যান এবং টাইপ করুন msinfo32, এখানে আপনি x86 কথাটি পেলে বুঝবেন এটি ৩২বিট এর উইন্ডোজ। সফটওয়্যার ছাড়াও আপনারা এসব ইনফরমেশন সম্পর্কে জানতে পারেন এজন্য নিচের স্টেপগুলো ফলো করতে পারেন।
Windows 7 এর জন্য:
প্রথমে Start menu তারপর My computers, তারপর Right Click করে Properties এ যান।

তারপর যে উইন্ডো আসবে এখানে আপনারা Processor ও RAM এর পরিমান দেখতে পারবেন। আর যদি কেউ ডান পাশের Device Manager বা নিচের Performance Information and Tools এখানে যান তাহলেও আপনারা কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশ সম্পর্কে জানতে পারবেন। যেমন- বিভিন্ন যন্ত্রাংশ কোন কোম্পানির, এর সাইজ বা স্পীড কেমন ইত্যাদি।

Windows XP এর জন্য:
প্রথমে Start menu তারপর My computers, তারপর Right Click করে Properties এ যান।

তারপর যে উইন্ডো আসবে এখান থেকে Processor ও RAM এর স্পীড ও সাইজ দেখতে পারবেন। ইচ্ছা করলে উপরের Hardware থেকে Device Manager এ যেতে পারেন

এছাড়াও আপনারা XP ও 7 এর Run(windows key+R) command এ যেয়ে লিখতে পারেন
Command 1: DXDIAG
Command 2: MSINFO32
ইত্যাদি।
ভাল থাকবেন।

কম্পিউটার ভালো রাখতে যা যা করা প্রয়োজন।

নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
হার্ডডিস্কে কম জায়গা নিয়ে (লো ডিস্ক স্পেস) নিয়ে কম্পিউটার চালানো ঠিক নয়। দরকার হলে নতুন আরেকটি হার্ডডিস্ক কিনে ফেলুন।
কম্পিউটারের গতি বাড়াতে কন্ট্রোল প্যানেলের অ্যাড অর রিমোভ পোগ্রামসে গিয়ে ফাইল আনইন্সস্টল করুন।
হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট করলে তা সম্পূর্ণভাবে মুছে যায় না।
অপারেটিং সিস্টেম বারবার সেটাপ করবেন না, কারণ এতে কম্পিউটারের গতি কমে যায়। তা ছাড়া এতে মাদারবোর্ডের ওপরও অনেক চাপ পড়ে। সব মিলিয়ে কম্পিউটারের গতি কমে যায়

Raj Computer

এখানে কম্পিউটার এর যাবতীয় কাজ করা হয়
Contact-8609988379
Email-samrat3x@gmail.com

কম্পিউটার শিখুন Online a

Question:  Which one is the computer’s own language?
Answer:     Low level language which is written in binary
Question: What is the meaning of URL?
Answer:   Uniform resource locator.
Question: When Microprocessor was invented?
Answer:    In 1971
Question: What is UNIX?
Answer:   Operating System
Question: What is the meaning of Fat?
Answer:    File allocation table
Question: What is Adobe Photoshop?
Answer :   Photo Editing Software.
Question: What is Windows?
Answer :  Operating System by Microsoft
Question: What is Laptop?
Answer : Small portable computer
Question:Who invented punch card?
Answer:  Joseph Marie Jacquard
Question: What is SIMM?
Answer:   Single Inline Memory Module
Question: What is the short name of binary math?
Answer:    bit
Question: What is ROM?
Answer:    Read Only Memory.
Question: What is RAM?
Answer:    RAM= Random Access Memory
Question: Which is the  first computer in Bangladesh?
Answer:  IBM-1620 series
Question: Where the computer museum is situated?
Answer:    in USA
Question:  What does BIOS  means?
Answer:    Basic Input Output System
Question:  Which one is the brain of computer?
Answer:    Micro Processor
Question: Who is the father of modern computer?
Answer:   Charles Babbage
Question:  What is the name of first personal computer?
Answer:    Sphere 1 (according to WikiPedia)

Saturday, 4 July 2015

Name ringtone

এখন নিজের নাম ringtone করুন এই link a Www.FDMR.in